নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা একটি বিদেশি ওয়ান সুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের সংবাদ পায় র্যাব। এর ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে শাহ আলম (৩০) নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান সুটার গান ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহ আলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন