নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে খেলতে গিয়ে নালার পানিতে ডুবে ইমন মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া ওই গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে।
খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে ইমন মিয়া বাড়ির সামনে খেলা করছিল। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি ভাঙ্গারি কারখানার নালায় পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে ইমনের মা শিউলি আক্তার কারখানাটির পাশে গিয়ে নালায় ইমনকে ভেসে থাকতে দেখেন।
পরে নালা থেকে ইমনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য করুন