নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং অর্ধেক ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১–২২ অর্থবছরে খরিপ ১/২০২২– ২০২৩ মৌসুমে আউশ ধানের বীজ বিতরণ উদ্বোধন এবং কৃষকদের হাতে হারভেস্টার যন্ত্রের চাবি তুলে দেন ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এর আগে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে (উন্নয়ন সহায়তা) কার্যক্রমের আওতায় একজন কৃষককে একটি কম্বাইন হারভেস্টার যন্ত্র দেওয়া হয়। এছাড়া পৌর সদরসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৫৬০ জন দরিদ্র ও প্রান্তিক চাষীকে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।