নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা একটি বিদেশি পিস্তল ও পিস্তলের একটি ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পূর্ব পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশে রাজ ভবনের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালায়। অভিযানে সজিব (৩৫) নামে একজনকে গ্রেফাতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পূর্ব মেড্ডা গ্রামের মৃত কুতুবুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।