নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল ৯৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব। এ সময় একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা ও নগদ ছয় হাজার ৫০০টাকা জব্দ করে র্যাব। গ্রেফতার দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩৫) ও একই গ্রামের আসকর আলীর ছেলে মামুন মিয়া (২৭)।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।