তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে।
তারা হলেন জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের কৃষক মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৬) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে মা ও মেয়ে খলায় রাখা ধান ঢেকে দিতে ঘর থেকে বের হন। খলায় যাবার কিছুক্ষণ পরই বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে দুজনই আক্রান্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সকালে খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন