পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর সদর বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদস্য আবদুল জব্বার সুমন, পৌর কৃষক লীগের সভাপতি বজলুর রহমান, নারান্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ওবায়দুল্লাহ, চরফরাদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আজিজুল হকসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা।