ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, দুই নারী শ্রমিক নিহত

প্রতিবেদক
-
এপ্রিল ২০, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন

আজ বুধবার সকালে  উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের জনৈক বোরহান উদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে

নিহতরা হলেন দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটির দেয়ালের ইট খসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। দুই নারী শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তারা আরও জানান, অনেকদিন ধরে ওই বাড়িতে গোপনে অবৈধভাবে আতশবাজি  বানানো হচ্ছিল

 

ঘটনাস্থল গিয়ে বাড়ির কাউকে পাওয়া যায়নি।  বিস্ফোরণের পর বাড়ির লোকজন অন্যত্র পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ।  প্রকৃত ঘটনা খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য করুন