নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ৮৭ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি সোনারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৮৭ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোনসেটসহ দুজনকে গ্রেফতার করে।
তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অষ্টজঙ্গল গ্রামের মৃত শাহাদৎ আলীর ছেলে তনু মিয়া (৬০) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাঘড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির (৩৭)।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেক করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।