ঢাকাThursday , 21 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে টিসিবির পণ্যবোঝাই নৌকা ডুবি

প্রতিবেদক
-
April 21, 2022 2:14 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে টিসিবির পণ্যবোঝাই একটি নৌকা ডুবে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিকলী উপজেলার সিংপুর বাজারের কাছে ধনু নদীতে নৌকাটি ডুবে যায়।

টিসিবির ডিলার শফিকুল ইসলাম জানান, সকালে টিসিবির পণ্য নিয়ে নিকলী সদর থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে সিংপুরের দিকে রওনা দেন তিনি। সিংপুর বাজারের কাছে গেলে নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। তিনি জানান, নৌকাটিতে ৫৫১টি কার্ডের পণ্য ছিল। প্রতি প্যাকেটে ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি ছোলা ও ২ কেজি ডাল রয়েছে।

খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, স্থানীয়ভাবে চেষ্টা চালিয়ে অর্ধেকেরও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। নিকলীতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল না থাকা এবং নদীতে তীব্র স্রোত থাকায় বাকি পণ্য উদ্ধার করা সম্ভব হচ্ছেনা বলে তিনি জানান।

পণ্যবোঝাই নৌকা ডুবে যাওয়ায় এখন সংশ্লিষ্ট কার্ডধারীদেরকে পণ্য দেওয়ার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও  জানান।

আপনার মন্তব্য করুন