হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। আজ শুক্রবার বিকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। হাট বাজার থেকে শুরু করে শহর ও গ্রামের অলি গলি পর্যন্ত মাদকে ছেয়ে গেছে। তারা আরও বলেন, যে বয়সে কিশোর-তরুণরা শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চায় ব্যস্ত সময় কাটানোর কথা, সে বয়সে অনেকেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। অনেক কিশোর-তরুণ মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়াচ্ছে।
মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
কিশোরগঞ্জ জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুব মিয়া, আলমগীর হোসেন, মজনু মিয়া প্রমুখ।