মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ ছাইদুর রহমান (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের কবির ভূইয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাইদুর দীর্ঘদিন যাবত ঘাগড়াসহ আশেপাশের গ্রামগুলোতে ইয়াবা বিক্রি করে আসছিল। গত রাতে গোপন সংবাদের ভিক্তিতে তিনি নিজেই অভিযানে গিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মিঠামইন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য করুন