পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. উজ্জ্বল মিয়া ওরফে বদর খাঁ (৪০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় ঘটনাটি ঘটে। উজ্জ্বল হোসেনপুর উপজেলার কাওনা গ্রামের মৃত মো. মুসলিম খাঁর পুত্র।
তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলে সন্তানকে নিয়ে পাকুন্দিয়া পৌর সদরে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হাপানিয়া এলাকায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মন্তব্য করুন