নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযানে ১৯০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। আজ শনিবার সকালে ও শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার আনুমানিক দুশ গজ পূর্বদিকে গোলচত্বর যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় র্যাব। এ সময় ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে বিজয় ইসলাম (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের মৃত নেপাল দাসের ছেলে নির্মল দাস (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাইকপাড়া গ্রামের মৃত লাল মোহন দাসের ছেলে শেখর দাস (৪০) ও নরসিংদী জেলা সদরের কামারগাঁও গ্রামের বাদলের ছেলে রফিকুল ইসলাম অপু (৩২)।
এছাড়া শুক্রবার রাত সোয়া ৯টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করে র্যাব। পরে পিকআপটি তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল, সাড়ে ৫ কেজি গাঁজা ও নগদ একহাজার টাকা জব্দ করে। এ সময় রমজান মিয়া (২৫) নামে একজনকে গ্রেফতার করে র্যাব। তিনি আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার পাঁচজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।