ঢাকাSunday , 24 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে হামলায় আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

প্রতিবেদক
-
April 24, 2022 3:45 pm
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে হামলায় আহত আক্কাছ মিয়া (৪৮) আজ রবিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০ এপ্রিল বেলা ১১টার দিকে বাল্লা গ্রামের আমিনুল ইসলাম টিটু ও তার লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আলম মিয়ার বাড়িতে হামলা করে। হামলায় আলম মিয়া (৩৮), তার স্ত্রী মুক্তা আক্তার (৩৪), আলমের চাচা আক্কাছ মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত আক্কাছ মিয়া ও আলম মিয়াকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোরে আক্কাছ মিয়া মারা যান। আলমের অন্ত:সত্ত্বা স্ত্রী মুক্তা আক্তারও আশংকাজনক বলে জানা গেছে। তিনি বর্তমানে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিন আক্কাছ মিয়ার ভাই আরজ আলী বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বাজিতপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আক্কাছ মিয়া মারা যাওয়ায় এখন আদালতের মাধ্যমে এজাহারে হত্যা মামলা (৩০২ ধারা) সংযুক্ত হবে।  এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। তারা হলেন আমিনুল ইসলাম টিটু, দীন ইসলাম জুয়েল, স্বপন মিয়া ও লাল চান।

আপনার মন্তব্য করুন