হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ টুটুল, পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।
ধুলজরী এলাকার রোকিয়া খাতুন জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভালো মানের ১০ কেজি চাউল পেয়ে আমার সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
আপনার মন্তব্য করুন