কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন তিনজন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
তারা হলেন কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগতচর গ্রামের মতিউর রহমানের ছেলে আলমগীর (২১), মধ্য সালুয়া গ্রামের কামাল মিয়ার ছেলে সোলাইমান ওরফে সোলমান (২২) ও কান্দুলিয়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে রাকিব (২১)।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কান্দুলিয়া গ্রামের জুনু মিয়ার গোয়ালঘর থেকে একটি ষাঁড়গরু চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন টের পান। তাদের ডাক–চিৎকারে প্রতিবেশীরা এসে গরুসহ তিনজনকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আটক তিনজন এলাকার চিহ্নিত চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে হাজির করলে বিচারক তাদেরকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।