নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: মুজিববর্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ প্রদান উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে নির্মাণকৃত ঘরের চাবি প্রদান করেন।
ময়মনসিংহের নান্দাইলে ৪৪ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রমুখ।