নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ছিনতাই হওয়া অটোমিশুকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মুসলিমপাড়া এলাকায় অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নলিয়ারচর তিন রাস্তার মোড়ে দুজন যাত্রী এবং ওৎপেতে থাকা আরও দুজনসহ মোট চারজন মিলে অটোমিশুক চালক আসকর আলীকে (৫০) মারপিট ও ধারালো চাকুর ভয় দেখিয়ে অটোমিশুকটি ছিনতাই করে নিয়ে যায়। আসকর আলী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে। আসকার আলী এ ব্যাপারে র্যাব ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছিনতাই হওয়া অটোমিশুকসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল নধার গ্রামের নূরুল হকের ছেলে রমজান মোবারক (২৮), বাবুল মিয়ার ছেলে শাকিব (১৯) ও ধনু মিয়ার ছেলে আরাফাত মুন্না (১৬)।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোমিশুকটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।