ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুর-নিকলীবাসীর জন্য আফজাল হোসেন এমপির ঈদ উপহার সাত হাজার শাড়ি-লুঙ্গি

প্রতিবেদক
-
এপ্রিল ২৮, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

নিজ অর্থায়নে সমাজের অসহায়-দুস্থ জনগোষ্ঠীর ঘরে ঘরে তিনি পাঠিয়ে দিয়েছেন ঈদ উপহার। বাজিতপুর ও নিকলী এ দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের দরিদ্র মানুষ ঈদ উপহার হিসেবে পাচ্ছেন শাড়ি ও লুঙ্গি। আজ বৃহস্পতিবার দুই উপজেলার আওয়ামী লীগের নেতাদের কাছে দরিদ্রদের জন্য এ উপহার বুঝিয়ে দেওয়া হয়।

এরমধ্যে বাজিতপুর উপজেলার ১০৮টি ওয়ার্ডে ৪০টি করে মোট ৪ হাজার ৩২০টি শাড়ি ও লুঙ্গি এবং নিকলী উপজেলার ৬৩টি ওয়ার্ডে ৪০টি করে মোট ২ হাজার ৫২০টি শাড়ি ও লুঙ্গি রয়েছে। দুই উপজেলার জন্য প্রায় সাত হাজার শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে।

বাজিতপুরের উপহারের শাড়ি ও লুঙ্গি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের কাছে এবং নিকলী উপজেলার উপহারের শাড়ি ও লুঙ্গি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটনের কাছে হস্তান্তর করা হয়।

দুই উপজেলার আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে ১৭১ টি ওয়ার্ডের অসহায়দুস্থদের মাঝে উপহারগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে

আফজাল হোসেন এমপি বলেন, ধনী-গরিব সবার জন্যই ঈদ। ঈদের আনন্দ শুধু ধনীরাই উপভোগ করবে সেটা হতে পারেনা। গরিব মানুষ ঈদের দিন যেন অন্তত একটি নতুন পোশাক পরতে পারে, সেই চিন্তা করেই তাদের জন্য ক্ষুদ্র উপহার দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য করুন