নিউজ একুশে ডেস্ক: ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টিটু (৪২) বেশ পরিবর্তন করে দীর্ঘ ৯ বছর পালিয়েছিলেন। গ্রেফতার এড়াতে ঢাকার মিরপুর, উত্তরখান এলাকাসহ বিভিন্ন স্থানে কখনো ভ্যানে করে কাপড় বিক্রি, আবার কখনো সবজি বিক্রি করেছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার মধ্যরাতে ঢাকার উত্তরখান এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। টিটু কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচধা ভাসানিয়া পাড়া (আইজবাড়ি) গ্রামের ইসলামের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, ২০০৫ সালের ১০ মে কিশোরগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়। ২০১৩ সালের দিকে এ মামলায় আসামি টিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজা থেকে বাঁচতে তিনি দীর্ঘ ৯ বছর ঢাকার বিভিন্ন স্থানে কাপড় ও সবজি বিক্রি করে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালায় এবং একপর্যায়ে ঢাকার উত্তরখানে তার অবস্থান নিশ্চিত হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন বলে র্যাব জানায়।