ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

প্রতিবেদক
-
এপ্রিল ২৮, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার বিকালে মাইজচর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মহরম আলী (৪২) কাজীপাড়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। 

বাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার কাজীপাড়া গ্রামের মহরম আলী তার চাচাতো ভাই সালাউদ্দিন রাব্বীদের সাথে ধান ভাঙানো নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ দুপুরে সালাউদ্দিন তার ভাইয়েরা হাওর থেকে বাড়িতে ফেরার পথে মরহম আলীকে বল্লম দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, নিহতের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাননি ওসি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য করুন