হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ একশ দুস্থ নারীকে খাদ্য সহায়তা দিয়েছে।
আজ শুক্রবার দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফামের্সী বিভাগ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল আধা লিটার সয়াবিন তেল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি আলু, আধা কেজি মসুর ডাল ও এক প্যাকেট সেমাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আখতারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক জামাল উদ্দিন মৃধাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন