হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে ২৫০জন দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার কুড়িমারা এলাকায় এসব সামগ্রী বিতরণ করে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার।
প্রতি পরিবারে চিনি, চালের গুড়া, দুধ ও সেমাই প্যাকেট দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার এর সভাপতি শফিউল্লাহ কাঁড়ার, আলোকিত সামাজিক সংঘ (আসাস) এর সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য করুন