ঢাকাসোমবার , ২ মে ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে নদীতে মাছ ধরতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ

প্রতিবেদক
-
মে ২, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ঈদে বাড়িতে এসে শখের বশে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম এলাকায় বৌলাই নদীতে।

নিখোঁজ হামিদুল ইসলাম (৪২) চারিগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হান্নানের ছেলে। তিনি সিলেটে লেপ-তোশকের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে জাল নিয়ে চারিগ্রাম বাজারঘাট এলাকায় বৌলাই নদীতে মাছ ধরে যান হামিদুল। এক পর্যায়ে স্রোতে তলিয়ে যান তিনি। এলাকাবাসী হামিদুলকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচ সদস্যের একটি ডুবুরী দল গিয়ে দীর্ঘ চার ঘন্টা চেষ্টা চালিয়েও তার সন্ধান করতে পারেনি।

নিখোঁজ হামিদুলের ভায়রা ভাই পার্শ্ববর্তী কাঞ্চনপুর গ্রামের জুমেন মিয়া জানান, সিলেটে লেপ তোশকের ব্যবসা করতেন হামিদুল। ঈদে বাড়িতে এসে শখের বশে জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। নদীতে অনেক স্রোত থাকায় এক পর্যায়ে জালসহ তলিয়ে যান তিনি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরী দল গিয়ে দীর্ঘ চার ঘন্টা চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

আপনার মন্তব্য করুন