ঢাকাMonday , 2 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

প্রতিবেদক
-
May 2, 2022 12:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল আহসান শাহজাহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আজ জোহরের নামাজের পর কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার মহিষারকান্দি নেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার ছেলে শফিকুল আহসান খোকন জানান, বাধর্ক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার রাত পৌনে ২ টার দিকে পেটে ব্যথা শুরু হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেফার্ড করেন। ঢাকার যাবার পথে গাজীপুর যাওয়ার পর মৃত্যুবরণ করেন তিনি।

তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পূর্বে তিনি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন । তিনি কিশোরগঞ্জ পৌরসভার নিউটাউন এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি জেলার মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে।

আপনার মন্তব্য করুন