নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী ও সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে কামরুল আহসান শাহজাহানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকার ভূয়শি প্রশংসা করেন। তারা তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এডভোকেট কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গাজী এনায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক।
আপনার মন্তব্য করুন