ঢাকামঙ্গলবার , ৩ মে ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদেরদিন মারা গেলেন ছাত্রদল ও জাসাসের সাবেক নেতা খোকা

প্রতিবেদক
-
মে ৩, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা, জেলা জাসাসের সাবেক যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ শহরের ঈশাখা রোড নিবাসী ফেরদৌস আহমেদ কোরায়শী খোকা আজ মঙ্গলবার ঈদেরদিন বিকাল ৪ টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ এশার নামাজের পর রথখালা নূর মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার সকাল ৮ টায় গ্রামের বাড়ি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়ায় দিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভিপি রাব্বানীর শোক

ফেরদৌস আহমেদ কোরায়শী খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওয়ালীউল্লাহ রাববানী। এক শোক বার্তায় তিনি বলেন,
বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের নির্মোহ সারথী ছিলেন ফেরদৌস আহমেদ কোরায়শী খোকা। দলে তার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। একইসাথে তার বন্ধু একই এলাকার আরেক নির্মোহ সারথি মো. মনির হোসেনকেও স্মরণ করেন তিনি। ২০০৪ সালে মৃত্যুবরণ করেন মনির।

এ দুজনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে ওয়ালীউল্লাহ রাব্বানী বলেন, আমার নির্মোহ চলার পথে বিসস্থ ও সাহসী সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন তারা। তিনি তাদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

আপনার মন্তব্য করুন