পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুবকর সিদ্দিকের সাথে উপজেলা পাবলিক লাইব্রেরির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। উপজেলা পাবলিক লাইব্রেরির প্রচার সম্পাদক সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু, ঢাকার নাক–কান–গলা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মো. আ. সামাদ ও উপজেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কফিল উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের চিফ কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, জেলা বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী প্রমুখ।