আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটে ১২ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের মামলায় গ্রেফতার আসামি মাছুম মিয়াকে (২০) কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং– ১ এ তোলা হলে জ্যেষ্ঠ বিচারক রাশেদুল আমিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জ আদালতের ইন্সপেক্টর মো.আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মাছুম মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মোমতাজ মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঈদেরদিন রাত সাড়ে ৯টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয় মেয়েটি।
এ ব্যাপারে মেয়েটির বাবা কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার হাসপাতাল প্রাঙ্গণ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আপনার মন্তব্য করুন