নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা কারাগারের মাদক মামলার এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মো. শামীম (৩৫) নামে এই আসামি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে কারাগার সূত্র জানিয়েছে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
জেলা কারাগারের জেলার নাসির আহমেদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি মাদক মামলার আসামি হিসেবে কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন। আজ রবিবার ভোর ৪টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে এম্বুলেন্সে করে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য করুন