ঢাকাMonday , 9 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৪১ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
May 9, 2022 6:18 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে সাড়ে ৪১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার প্রায় দুশ গজ পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে সাড়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দক্ষিণ এনায়েতপুর গ্রামের মনির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২০) ও লক্ষ্মীপুর জেলা সদরের চর রুহিতা গ্রামের আব্দুর রবের ছেলে আমিন (২৮)।

 

র‌্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন