পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন পণ্য সামগ্রীর বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের পণ্যের মান উন্নয়ন এবং ক্রেতা–বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সু–সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী পল্লী বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
পাকুন্দিয়া বাজার বণিক সমিতির আয়োজনে নিশ্চিন্তপুর মধুপূর্ণিমা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে সোমবার বিকালে এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপূর্ণিমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপন।
পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. ওমর ফারুক মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল–আমিন হুসাইন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ।
প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌরসভার কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি অতিথিদের নিয়ে মেলার প্রধান ফটকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা মেলার মাঠ ঘুরে দেখেন। মেলায় ৮২টি স্টলের পাশাপাশি দর্শনার্থীদের চিত্তবিনোদনের জন্য সার্কাসের ব্যবস্থা করা হয়েছে।