ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু

প্রতিবেদক
-
মে ১০, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা প্রশাসন খাদ্য বিভাগ। 

সোমবার বিকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। 

ইটনা উপজেলা উপ খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলআমিন জানান, বছর হাজার ৭৮৪ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি একজন কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ২৭ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের নিকট হতে বোরো ধান সংগ্রহ করা হবে। 

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (ভারপ্রাপ্ত) জি.এম রাশেদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক বজলু মিয়া, ইটনা সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য করুন