নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার দুটি প্রতিষ্ঠানে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। এরমধ্যে একটি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন পরিষদের ছাদে এবং অপরটি নিকলী উপজেলার শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদে।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন এর বিশেষ বরাদ্দ টিআর প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার এ দুটি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়।
এর মাধ্যমে সাড়ে তিনশ ফুট ব্যাসার্ধের মধ্যে মানুষ ও প্রাণী নিরাপদ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মো. আফজাল হোসেন এমপি বলেন, বজ্রপাতে হাওর অঞ্চলের মানুষ ও প্রাণী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাদেরকে রক্ষার লক্ষ্যেই বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।
পর্যায়ক্রমে হাওরবেষ্টিত সবগুলো ইউনিয়নকে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য করুন