ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলী ও বাজিতপুরে ১৯৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রতিবেদক
-
মে ১১, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুরে নদীর তীর রক্ষা, খাল পুনর্খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১৯৭ কোটি ৭৮ লক্ষ টাকার প্রকল্প ব্যয় একনেক সভায় অনুমোদন করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের এক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।

এরমধ্যে নিকলী ও বাজিতপুর উপজেলার ৫.৫০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প ব্যয় ১৮১ কোটি ৭৬ লক্ষ টাকা এবং ২৯.৬৬ কিলোমিটার খাল পুনর্খনন প্রকল্প ব্যয় ১৬ কোটি ২ লক্ষ টাকা।

নিকলী উপজেলায় ১৩৫ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। নিকলীর প্রতিরক্ষা প্রকল্পের মধ্যে ছাতিরচরে ১.৪০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প ব্যয় ৫৪ কোটি ৭১ লক্ষ টাকা এবং সিংপুর গ্রাম বাজার এলাকায় ২.২০ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প ব্যয়  ৬৬ কোটি ৭৮ লক্ষ টাকা

নিকলী উপজেলার খাল পুনর্খনন প্রকল্পের মধ্যে আরিবিলের খাল, পাগলা খাল, পইতানের খাল, বোরপিট খাল ও সোয়াইজনি নদী ২৪.৬৪ কিলোমিটার প্রকল্প ব্যয় ১৪ কোটি লক্ষ টাকা

বাজিতপুর উপজেলায় ৬২ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। বাজিতপুরে ০.৯০ কিলোমিটার আছানপুর নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প ব্যয় ২৮ কোটি ৭৩ লক্ষ টাকা, ০.৫০ কিলোমিটার কামেরবালি নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প ব্যয় ১৫ কোটি ৭৭ লক্ষ টাকা ০.৫০ কিলোমিটার শাহপুর নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প ব্যয় ১৫ কোটি ৭৭ লক্ষ  টাকা। বাজিতপুর উপজেলার খাল পুনর্খনন প্রকল্পের মধ্যে ৫.০২ কিলোমিটার শিয়ালদি খাল পুনর্খনন প্রকল্প ব্যয় কোটি টাকা

কিশোরগঞ্জ (বাজিতপুরনিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন জানান, কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলার নদীর তীর  প্রতিরক্ষা, ওয়েভ প্রটেকশন খাল পুনর্খনন প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রকল্পের সর্বমোট ব্যয় ৬৫৪ কোটি ২৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এরমধ্যে নিকলী ও বাজিতপুরে ১৯৭ কোটি ৭৮ লক্ষ টাকার প্রকল্প রয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বান করা হবে বলে জানান তিনি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আফজাল হোসেন এর প্রচেষ্টায় এসব প্রকল্প গ্রহণ ও অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য করুন