পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস।
এ উপলক্ষে নার্সিং কর্মকর্তাদের (নন ক্যাডার) আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে এ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিম শহীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল কবির কাওসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার সুলতানা দিলরুবা পলি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।