করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালীকরণ ও গুণগতমান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খানের সাথে কিশোরগঞ্জ জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সভাকক্ষে আয়োজিত সভায় ‘Strengthening Family Planning Through Advocacy’ প্রজেক্টের সার্বিক বিষয় এবং কাজের কৌশল, ধরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশদ আলোচনা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান উক্ত প্রকল্পের কাজের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জেনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের বাজেটে স্বাস্থ্য খাত থেকে পরিবার পরিকল্পনা খাতকে পৃথক করে ন্যূনতম বাজেট বরাদ্দকরণের প্রতিশ্রুতি দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকেও তাদের বাজেট অধিবেশনে পরিবার পরিকল্পনার পৃথক খাত তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সভায় জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের বিলকিছ বেগম, সাইফুল হল মোল্লা দুলু, সাইফউদ্দিন আহমেদ লেনিন, তরিফা আক্তার, শুভ সরকার এবং সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম এসোসিয়েট অপূর্ব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।