কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধাদের ঈদপুনর্মিলনী ও স্মৃতিচারণ অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যায় গচিহাটা বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যামামলার তদন্তকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ বিপিএম (বার), পিপিএম (বার)।
কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. আলী আকবর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপামর মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেক রক্ত ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে হবে। সেজন্য মুক্তিযোদ্ধাদেরকে ঐকবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাদশা, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন, প্রকৌশলী মিজানুর রহমান, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন মিলন, এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মাজহারুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ এর মেয়ে ডা. ফারজানা শমি, জেলা মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান, জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান রানা প্রমুখ।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।