অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামের আওয়ামী লীগ নেতা মো. মস্তু মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা ১১টার দিকে অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তরপাড়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কিছুদিন যাবত তিনি কিডনিজনিত রোগে ভোগছিলেন বলে জানা গেছে।
তিনি আব্দুল্লাহপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
আজ বিকাল ৫টায় আব্দুল্লাহপুর পুরানবাজার খেলার মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের সামাজিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
এমপি তৌফিকের শোক
আওয়ামী লীগ নেতা মো. মস্তু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।