নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছর পর কিশোরগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের চর শোলাকিয়াস্থ ইচ্ছাগঞ্জ বাজারে দ্বি বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমিনুল ইসলাম আশফাককে সভাপতি ও মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু।
পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি আমিরুজ্জামান, জাহাঙ্গীর আলম মোল্লা, মো. আব্দুর রাজ্জাক, রুহুল হোসাইন, এডভোকেট শরীফুল ইসলাম, আলী মোহাম্মদ, এডভোকেট জালাল মো. গাউস, ইসমাঈল হোসেন মধু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান শরীফ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভিন।
শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সম্মেলনে যোগদান করেন। আলোচনা সভা শেষে রাতে কমিটি ঘোষণা করা হয়।