নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কৃষক লীগের নেতাকর্মীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, প্রচার সম্পাদক আকবর খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক হাছিনা হায়দার চামেলী, সম্পাদক মণ্ডলীর সদস্য জহির উদ্দিন সফি, আবুল কাশেম, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট আব্দুল আউয়াল, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক আল মামুন ও সহ সভাপতি আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।