পাকুন্দিয়া (কিশেরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার বিকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিকেজি ধান ২৭ টাকা ও প্রতিকেজি চাল ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। উপজেলায় ১৪৪১ মেট্রিক টন ধান ও ২২২৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আপনার মন্তব্য করুন