হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ধান বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু রাফি হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার ওয়াসিম মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়ার বাড়ির পাশের ধানের খলা থেকে ট্রাক্টরে করে ধান আনা-নেওয়ার কাজ চলছিল। বিকালে পিতা ওয়াসিম মিয়ার সাসে সেখানে যায় শিশু রাফি। সেখানে রাফি হঠাৎ দৌড় দিলে ধান বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন