নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজাসহ কামরুজ্জামান বাদল (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি করিমগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০০পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ একহাজার ৯০০টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ কামরুজ্জামান বাদলকে গ্রেফতার করে। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত আবদুল ওয়াহেদ এর ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার কামরুজ্জামান বাদলকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন