অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, দেশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগের চেয়ে হাওর এলাকার আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। আসন্ন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে কেন্দ্রীয় নেতারা মুগ্ধ হবেন। এমনকি হাওর এলাকার আওয়ামী লীগ সম্পর্কে তারা একটা ভাল ধারণা নিয়ে যাবেন।
সম্মেলনকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। দুপুরে শুরু হয়ে এ সভা চলে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত।
এমপি তৌফিক আরও বলেন, আমরা বিভিন্ন পত্র-পত্রিকা এবং টেলিভিশনের খবরে দেখতে পাই ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন নিয়েও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটে। তবে আমার তিন উপজেলার মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি উপজেলা কমিটিগুলোতেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না। হাওরে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সম্মেলনের মাধ্যমে নজির স্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হাওর এলাকার তিন উপজেলাতেই দীর্ঘদিন যাবত সম্মেলন করা হয় না, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এরপরও এই এলাকার নেতাকর্মীরা অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে সবাই ঐক্যবদ্ধভাবে মিলে মিশে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
অষ্টগ্রামে সম্মেলনকে কেন্দ্র করে ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে এমপি তৌফিক বলেন, নেতাকর্মীদের চোখে মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের উৎসাহ আর আনন্দ দেখে আমার নিজেরও আনন্দ লাগছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক হায়দরী বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজতবা আরিফ খান, সাংগঠনিক সম্পাদক এ. এফ মাসুক নাজিম, সায়েদুর রহমান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিপ্লব হায়দরী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক মানিক কুমার দেব, শ্রমিক লীগের সভাপতি এলডু শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের আহবায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও সভায় বক্তব্য রাখেন।
আগামী ৩১ মে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।