নিজস্ব প্রতিবেদক: “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ বুধবার ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে গাইটাল বটতলা মোড়ে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
ট্রাফিক ইন্সপেক্টর মো.শাহজাহানের সভাপতিত্বে ও ট্রাফিক ইনচার্জ আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, কমিউনিটি পুলিশিং কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মুস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, ডিবি ইনচার্জ রফিকুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) শাহজাহান মিয়া, আন্তঃজেলা বাস টার্মিনালের আহ্বায়ক খালেদ ভূইয়া, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।