পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মিজানুর রহমান মিন্টু (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান মিন্টু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মিন্টু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে থেকে ব্যবসা করতেন। আজ দুপুরে মোটরসাইকেলযোগে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা সড়ক দিয়ে থানাঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিন্টুর মৃত্যু হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার এবং অটোরিকশাসহ চালককে আটক করে।
অটোরিকশা চালক শরীফ মিয়া পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত আ. গফুরের ছেলে।
খবর পেয়ে পাকুন্দিয়া থানার এস আই আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।