পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালীকরণ ও গুণগতমান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণুর সাথে কিশোরগঞ্জ জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ‘Strengthening Family Planning Through Advocacy’ প্রজেক্টের সার্বিক বিষয় এবং কাজের কৌশল, ধরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু উক্ত প্রকল্পের কাজের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জেনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের বাজেটে স্বাস্থ্য খাত থেকে পরিবার পরিকল্পনা খাতকে পৃথক করে ন্যূনতম বাজেট বরাদ্দকরণের প্রতিশ্রুতি দেন। সভায় পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান মিয়া, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তারাও তাদের বাজেট অধিবেশনে পরিবার পরিকল্পনা খাত তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এমসি এইচ-এফপি ডা. মো. মিজানুর রহমান।
সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেরি স্টোপস এর উপদেষ্টা কাজী আ খ ম মহিউল ইসলাম, লীড এ্যাডভোকেসি মনজুন নাহার, টিম এসোসিয়েট সিইও পুলক রাহা, সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের বিলকিছ বেগম, সাইফউদ্দীন আহমেদ লেনিন, জিয়াউল হক বাতেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।