পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় তথ্য বাতায়ন (ওয়েব পোর্টাল), ডিজিটাল নথি সিস্টেম (ডি–নথি) ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ব্যানবেইজ সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর উপজেলা কার্যালয়ের কারিগরি সহযোগিতায় এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন (জাইকা) এর সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, সহকারী প্রোগ্রামার এফএম নূরুজ্জামান ও উপজেলা জাইকার প্রতিনিধি পলাশ কর উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন